Sbs Bangla -

মেলবোর্নে কবিতায়ন-এর আয়োজনে পরিবেশিত হলো 'দস্যু কেনারামের পালা'

Informações:

Synopsis

গত ২২ জুন শনিবার মেলবোর্নের ক্লেটন কম্যুনিটি সেন্টারে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন কবিতায়ন-এর আয়োজনে পরিবেশিত হলো ময়মনসিংহ গীতিকা থেকে নেয়া ‘দস্যু কেনারামের পালা’। অনুষ্ঠানটির সার্বিক বিষয় নিয়ে এসবিএস বাংলার সাথে আয়োজকদের পক্ষে কথা বলেছেন মাফরুহা আতিক কান্তা।